ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতি: অর্থ আত্মসাতসহ জুয়ার আসর বন্ধের দাবি
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা অর্থ আত্মসাতসহ জুয়ার আসর বসানোর অভিযোগ এনে এ মানববন্ধন করা হয়। ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক অংশ নেন।