ঘাটাইলে অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ, হুমকিতে পরিবেশ
বন সংলগ্ন ইটভাটা। তাও আবার নিবন্ধন বিহীন। নিয়ম না মেনে বন ও ফসলি জমির মাঝখানে ইট-ভাটা স্থাপন করে একদিকে যেমন বনের কাঠ পুড়িয়ে পরিবেশের চরম ক্ষতি করছেন অপরদিকে মারাত্ব্যক স্বাস্থ্য ঝুকিতে ফেলছে উপজেলার আড়াই লক্ষাধিক মানুষ।