#খোলা_চিঠি:
প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম।
তোমরা জেনে খুশি হবে যে, ইতোমধ্যে সরকার ও উপজেলা প্রশাসন পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তোমরা যেন পরিবারের স্বপ্ন পূরণে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় সফল হতে পারো সেজন্য আমরা তোমাদের পাশে আছি। জীবনের ১ম ধাপ যদি অনিয়মের মাধ্যমে শুরু হয়, তাহলেতো মুক্তির স্বপ্ন হবে দিবাস্বপ্ন। কিছুদিন আগেইতো তোমরা রাজপথ কাঁপিয়েছো। আমরা তোমাদের নিকট থেকে অনেক কিছু শিখেছি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা আগামীর বাংলাদেশকে নের্তৃত্ব দিতে প্রস্তুতি নিচ্ছো। যে বাংলাদেশ আর কখনো ভুল পথে পা বাড়াবে না।
তাহলে আসো একটু শপথ নেই-
“অসদুপায় অবলম্বন করে এ+ পাওয়ার থেকে ৩৩ মার্ক পেয়ে স্বাভাবিক পাশ অনেক উত্তম”।
তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।
ইতি
তোমাদের বড় ভাই।
২০০২ সালের এসএসসি পরীক্ষার্থী।







