টাঙ্গাইলের ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশু তোয়া নিহত হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মুক্তার হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও।
পুলিশ জানায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। কয়েক বছর আগে বড় ভাই মারা যাওয়ার পর তার ভাবি রুমিকে বিয়ে করেন তিনি। এ দম্পতির সংসারে জন্ম নেয় দুই সন্তান। নিহত শিশু তোয়া তাদের ছোট মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝে মাঝেই মুক্তার হোসেন মেয়েটির প্রতি অকারণে ক্ষিপ্ত হতেন। ঘটনার রাতে তোয়া মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। এমন সময় আধা ঘুমন্ত অবস্থায় মুক্তার হোসেন মেয়েকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে শিশুটির বুক ও পেট ফেটে যায়, এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মুক্তার হোসেন মানসিকভাবে বিকারগ্রস্ত। এর আগেও তিনি একাধিকবার মেয়েটির ওপর ক্ষোভ প্রকাশ ও হামলার চেষ্টা করেছিলেন। তবে কী কারণে শিশুটির প্রতি এমন ঘৃণা জন্মেছিল, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।
ঘটনার পরপরই ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিন বছরের নিষ্পাপ শিশুর এমন নির্মম মৃত্যুতে হতবাক স্থানীয়রা।







