Wednesday, November 19, 2025
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে অটোর সাথে ধাক্কা লেগে শিক্ষার্থী নিহত

ঘাটাইলে অটোর সাথে ধাক্কা লেগে শিক্ষার্থী নিহত

ঘাটাইলে সদর ইউনিয়নের কুলিয়া নামক স্থানে ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লেগে কুলিয়া গ্রামের মসজিদ মোড়ে  প্রথম শ্রেণীর শিক্ষার্থী  মোঃ আব্দু্ল (৬) নিহত।

ঘাটাইলে সদর ইউনিয়নের কুলিয়া নামক স্থানে ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লেগে কুলিয়া গ্রামের মসজিদ মোড়ে  প্রথম শ্রেণীর শিক্ষার্থী  মোঃ আব্দু্ল (৬) নিহত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১২ মে (সোমবার) সকাল ১১টায় বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  পড়া শেষ করে দাদীর সাথে অটোতে করে কুলিয়া নামক স্থানে নামে। নিহত আব্দুলের দাদী অটোর ভাড়া দিচ্ছিলেন। এরই মধ্যে আব্দুল ব্রাক স্কুলে  যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে পূর্ব, দক্ষিণ দিক হতে আসা অটোর সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে, পরে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী জানায়,  নিহত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত আব্দুল মামুনের ছেলে। সে বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে  এবং একই সাথে কুলিয়া এলাকায় অবস্থিত ব্রাক স্কুলেও পড়াশুনা করতো।

শিশুটি ছিলেন এতিম। প্রতিবন্ধী বাবা পানিতে পরে মারা যাওয়ার পর তার মা তাকে রেখে  অন্যত্র বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করেন। পরে ছেলেটিকে তার দাদা,দাদী লালন পালন করতেন।

এবিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম মুঠোফোনে জানান, নিহত শিশুটির পরিবারের পক্ষ দূর্ঘটনার বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন এবং থানায় কোন অভিযোগ দেন নাই।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়