সন্ধান পুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল যেন শিক্ষাব্যবস্থার এক কালো অধ্যায়! ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে—কিন্তু পাশ করেছে মাত্র ২ জন! বাকিদের ফলাফল শুনে গোটা এলাকা হতবাক। এটা কি কোনো প্রতিষ্ঠানের সাফল্য, নাকি চরম ব্যর্থতার দলিল?
এমন ফলাফলের দায় শুধু শিক্ষার্থীদের নয়—এর দায় বহন করতে হবে শিক্ষক, প্রশাসন, এমনকি পরিচালনা পর্ষদকেও। যেখানে শিক্ষকরা ক্লাসে উপস্থিত থাকেন কিন্ত ,,,,,,, পাঠদানে নেই আন্তরিকতা, সেখানে এমন করুণ পরিণতি অবধারিত। বছরের পর বছর ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা চলছে, আর কর্তৃপক্ষ কেবল দায় এড়িয়ে যাচ্ছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার আলো না ছড়ায়, তবে সেটি অন্ধকারের ঘর ছাড়া আর কিছু নয়। এই ফলাফল প্রমাণ করে—সন্ধান পুর স্কুল অ্যান্ড কলেজে শৃঙ্খলা নেই, মনোযোগ নেই, দায়িত্ববোধ নেই। এখন সময় এসেছে জবাবদিহিতার, কঠোর তদন্তের, আর প্রয়োজন হলে নতুন নেতৃত্ব আনার। কারণ, ৭৪ জনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়া কেবল একটি সংখ্যা নয়—এটি প্রমাণ যে, আমাদের শিক্ষা ব্যবস্থার শিকড় গভীরভাবে পচে গেছে।
এমন লজ্জাজনক ফলাফল আর নয়—এখনই পরিবর্তন চাই, জাগরণ চাই, শিক্ষাকে আবার মর্যাদার আসনে ফিরিয়ে আনার শপথ চাই!







