Thursday, November 20, 2025
spot_img
হোমঅন্যান্যধনবাড়ীতে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, তদন্তে পুলিশ

ধনবাড়ীতে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, তদন্তে পুলিশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা মৌজায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং প্রায় অর্ধশতাধিক বনজ গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউসুফ আলী গত শনিবার (১৪ নভেম্বর) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ইউসুফ আলী দাবি করেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত দাগ নং ৯০১ ও ১৫০৯-এর মোট ৪৪ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় কয়েকজন ব্যক্তি তার ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং সম্প্রতি জমিতে রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্তরা জমি কেনার দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

অভিযুক্তদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, “জমি দখল ও গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়