ঘাটাইল উপজেলায় বিএনপি’র ঝিমিয়ে পড়া দলীয় নেতাকর্মীদের প্রণচঞ্চল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। দীর্ঘদিন পর এ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের ইউনিয়ন কমিটি গঠনের মধ্যে দিয়ে সক্রিয় হয়েছে তৃনমূল নেতাকর্মীরা। রাজনৈতিক মামলা হামলা ও প্রতিকুলতার মধ্যে স্তিমিত হয়েছিলো এই উপজেলার রাজনৈতিক কার্যক্রম। বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওবায়দুল হক নাসির এ উপজেলার তৃণমূল রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানায় একাধিক নেতাকর্মী। দলীয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন (ঘাটাইল-০৩) নির্বাচনী এলাকায় নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপির কমিটি গঠন করা হয়েছে ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে। বয়সে তরুণ এই নেতার কর্মদক্ষতার প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধ হয়েছে পৌর ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা।
সম্প্রতি কিছু শাররিক সমস্যার উন্নত চিকিৎসার জন্য তিনি সস্ত্রীক বিদেশ গমন করেছেন বলে জানা যায়। তিনি তার এবং পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।







