স্টাফ রিপোর্টার │ ঘাটাইল ডটকম │ টাঙ্গাইল, শনিবার (১ নভেম্বর ২০২৫)
টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুরপাড়া ৩নং ওয়ার্ডের হাউজিং স্টেট মাঠের দক্ষিণ পাশে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ আতিক হাসান (২২)। তিনি কাকুয়া সোনালী মোড় এলাকার মোঃ শমসের আলীর ছেলে এবং সাবেক কাউন্সিলর হেলাল ফকিরের বাসার ভাড়াটিয়া ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী আতিককে তার বাসার পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার গলায় বাঁধা ছিল স্ত্রী বন্যার ব্যবহৃত জর্জেটের ওড়না। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী বন্যা বলেন,
“ঘটনার দুই দিন আগে আতিক একা একাই কাঁদছিলেন। বলছিলেন— ‘আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমি একা।’ এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।”
পুলিশ জানিয়েছে, মরদেহটি টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা জানতে তদন্ত চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, আতিক ছিলেন শান্ত ও ভদ্র স্বভাবের যুবক। তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে, যা উদঘাটনে পুলিশ কাজ করছে।







