Thursday, November 20, 2025
spot_img
হোমঅন্যান্যপ্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিশুদের আনন্দের সাথে পাঠদান সুনিশ্চিত করতে জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর উদ্যোগে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ১৫০ টি স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য মিনি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

প্রতিটি শিশু অমূল্য এবং সম্ভাবনাময় । কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের পর্যাপ্ত বিনোদনের সুযোগ নেই অনেক ক্ষেত্রে । শিশুদের যত্নের সাথে বিকশিত হবার সুযোগ দিলে ভবিষ্যতে তাঁরা নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্ঠী হিসেবে তৈরি হতে পারে। গবেষণায় দেখা গেছে, খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাসী, সুখী, দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল চিন্তাভাবনার ক্ষমতা বাড়ায় ও দৃঢ় মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তোলে ।

প্রশাসনের সকল ভালো উদ্যোগের পাশে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপজেলা নির্বাহী অফিসারগণ যারা অক্লান্ত পরিশ্রম করছেন জেলার জন্য গৃহীত যে কোন ভালো উদ্যোগকে সফল করতে, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ।

শিশুদের প্রতি যত্নশীল হোন, তাঁদের বিকশিত হতে সাহায্য করুন।

সূত্র- ডিসি/টাংগাইল।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়