Wednesday, November 19, 2025
spot_img
হোমঅপরাধঘাটাইলে ভ্রাম্যমান আদালতে মেসার্স সততা মাল্টি এগ্রো ফুড ডায়ার মিলে জরিমানা

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতে মেসার্স সততা মাল্টি এগ্রো ফুড ডায়ার মিলে জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিগড় ইউনিয়নে মেসার্স সততা মাল্টি এগ্রো ফুড ডায়ার মিল মালিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী সহকারী (ভূমি) সাবরিনা আক্তারের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এসময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সুত্র সঙ্গে ছিলেন।

সোমবার সকাল ১১ টা ঘাটাইল এ অভিযান পরিচালনা করা হয়। প্রেস রিলজ থেকে জানা যায় উপজেলার কালিদাস পাড়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে পরিবেশের ক্ষতিকর জেনেও সততা ডায়ার মিল স্থাপন করেন। পরে ওই মিল মালিককে অর্থদন্ড দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়