Thursday, November 20, 2025
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে মুকুল একাডেমিতে গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নার উদ্বোধন

ঘাটাইলে মুকুল একাডেমিতে গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নার উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রথম আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু সাঈদ এ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ইউএনও শিক্ষার্থীদের হাতে বই ও মেধা বিকাশে সহায়ক বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নার শিক্ষার্থীদের মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের সঙ্গে সঙ্গে এ সুবিধাগুলো আরও সমৃদ্ধ করা হবে।”

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অভিভাবকদের সন্তানদের পড়াশোনা ও চরিত্র গঠনে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “শিশুরা যেন অল্প বয়সে স্মার্টফোন ও ইন্টারনেট আসক্তিতে না জড়িয়ে পড়ে। তাদের বইপড়া, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে বেশি সম্পৃক্ত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল একাডেমির অধ্যক্ষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপাধ্যক্ষ মোছাম্মৎ রোকসানা খাতুন, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মতিউর রহমান ও নজরুল ইসলাম, অভিভাবক সদস্য সোনিয়া খান এবং অভিভাবক যুমুর দাস, সাজ্জাদুর রহমান, মমিনুর রহমানসহ আরও অনেকে।

নতুন গ্রন্থাগার ও অ্যাকটিভিটিজ কর্নার চালুর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়