নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঘাটাইলের মেয়ে, তরুণ সমাজের অনুপ্রেরণা আইনিন নাহার নিপা। শনিবার তিনি ঘাটাইল ও সংগ্রামপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠান করেন।
গণসংযোগে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—নির্বাচনী মাঠে ইতোমধ্যেই তাঁর প্রতি জনগণের আস্থা ও আগ্রহ তৈরি হয়েছে। পথসভা, করমর্দন, কুশল বিনিময় এবং লিফলেট বিতরণের মাধ্যমে তিনি স্থানীয়দের কাছে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে অংশ নেওয়া অনেকেই জানান, নতুন প্রজন্মের এই নারী প্রার্থী ঘাটাইলের রাজনীতিতে বদলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছেন। বিশেষ করে তাঁর অরাজনৈতিক ভাবমূর্তি, মানবিক কর্মকাণ্ড এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতি সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে।
স্থানীয়দের নানা সমস্যা, উদ্বেগ ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন নিপা এবং সমাধানের আশ্বাস দেন।
এ সময় আইনিন নাহার নিপা বলেন—
“আমি রাজনীতি করতে আসিনি। মানুষের পাশে দাঁড়ানো, অসময়ে সহযোগী হওয়া এবং ঘাটাইলকে এগিয়ে নেওয়াই আমার মূল অঙ্গীকার। জনগণের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন—
“ঘাটাইলের মানুষের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। স্বচ্ছ, শান্ত ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করি।”
গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে আইনিন নাহার নিপা ঘাটাইলকে উন্নয়ন, স্বচ্ছতা ও মানবিকতার নতুন দৃষ্টান্তে এগিয়ে নেবেন।







