Wednesday, November 19, 2025
spot_img
হোমআইন ও আদালতঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

ঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো নিষেধ।
যদি কেউ এই আইন অপমান্য করে তাকে গুনতে হবে জরিমানা। এরই ধারাবাহিকতা চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে জরাসা গ্রুপের স্বত্বাধিকারী লায়ন ডাক্তার মোঃ আব্দুস সাত্তার।

১৭মে (শনিবার) কলেজ মোড় চত্বরে দ্বিতীয় দিনের মতো মোবাইল ট্রাফিক স্কুল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ। এ সময়ে হেলমেট বিহীন চালকদের মাঝে হেলমেট বিতরণ করা যায়। এর আগে ভ্রাম্যমাণ আদালত হেলমেট বিহীন চালকদের জরিমানার আওতায় আনা হয়।

জাসা গ্রুপের স্বত্বাধিকারী লায়ন ডাক্তার মোঃ আব্দুস সাত্তার এসময়ে বলেন, জনসচেতনতা বৃদ্ধি, চালকদের নিরাপত্তার কথা চিন্তা করে জাসা গ্রুপের পক্ষ থেকে এই হেলমেট বিতরণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, মোটর সাইকেল চালকরা যাতে নিরাপদে চলতে পারে যে সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ সহ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত হেলমেট বিহীন ৮জন চালকদের আট হাজার জরিমানা। এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান মোটর চালকরা যাতে নিরাপদে চলতে পারে যে সচেতনতা বৃদ্ধি অব্যাহত থাকবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়