শোক সংবাদ
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভোরে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদের মৃত্যুতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।







