Thursday, November 20, 2025
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”- এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লেগ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নবেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের উদ্যোগে গৃহীত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির আওতায় ঘাটাইল উপজেলার ডৌজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

একই সাথে উক্ত কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেম-এ উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের মুরালও স্হাপন করা হয় ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন,শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা একান্তভাবে কাম্য।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়