Wednesday, November 19, 2025
spot_img
হোমঅন্যান্যপরকীয়ার কারণে মেয়েকে খুন করলেন বাবা — নবীগঞ্জে হৃদয়বিদারক ঘটনা

পরকীয়ার কারণে মেয়েকে খুন করলেন বাবা — নবীগঞ্জে হৃদয়বিদারক ঘটনা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পরকীয়ার কারণে ক্ষুব্ধ হয়ে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, নিহত তরুণীর নাম পূর্ণিমা (২৫)। প্রায় ছয় বছর আগে নিজের পছন্দে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর দুই সন্তানের জন্ম হয় তাদের দাম্পত্য জীবনে। কিন্তু সম্প্রতি স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে পূর্ণিমার, এবং পরিবারের অভিযোগ— তাঁর আচরণেও আসে পরিবর্তন।

ছয় মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন পূর্ণিমা। সেখানে এসে এক তরুণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে জানা গেছে। কয়েকদিন আগে তিনি সন্তানদের রেখে সেই তরুণের সঙ্গে ঢাকায় পালিয়ে যান। পরে বাবা মতিলাল দাস অনেক বুঝিয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন এবং আগের সংসারে ফিরে যেতে বলেন। কিন্তু পূর্ণিমা রাজি হননি।

এ নিয়ে পরিবারে শুরু হয় দ্বন্দ্ব। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের নানা কথাবার্তায় মানসিক চাপে পড়েন মতিলাল। রোববার রাতে উত্তেজনার এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় মেয়ে পূর্ণিমার গলায় ছুরি দিয়ে আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মতিলাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বলছেন, “এটা খুবই দুঃখজনক। একজন বাবা সমাজের লজ্জা থেকে নিজের মেয়েকে হারালেন— এটা কোনোভাবেই ন্যায্য নয়।”

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়