Wednesday, November 19, 2025
spot_img
হোমঅন্যান্যস্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক: দুর্ভোগে কয়েক হাজার মানুষ

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক: দুর্ভোগে কয়েক হাজার মানুষ

 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
স্বাধীনতার ৫৩ বছর পার হলেও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৌউরাশ-হরিনাচালা সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে কয়েক হাজার মানুষের যাতায়াতে নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীরা পড়ছেন চরম দুর্ভোগে। এমনকি কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সুযোগও থাকে না। স্থানীয়রা জানান, বর্ষায় এই রাস্তা পাড়ি দিতে হলে হাঁটু কাদা মাড়িয়ে চলতে হয়; শুকনো মৌসুমেও ধুলাবালিতে নাকাল হতে হয় যাত্রীদের।

চৌউরাশ থেকে হরিনাচালা পর্যন্ত এই সড়কটি ঘাটাইল উপজেলা সদর ও জেলা শহরের সঙ্গে সংযোগের একমাত্র পথ। স্বাধীনতার আগে সড়কটি নির্মিত হলেও এরপর থেকে আর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। প্রতিদিন ৪-৫টি গ্রামের কয়েক হাজার মানুষ কৃষিকাজ, শিক্ষা, চিকিৎসা ও পণ্য পরিবহনের জন্য এ সড়ক ব্যবহার করে আসছেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে এ এলাকার আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন,

“স্বাধীনতার পর থেকে এই সড়কের উন্নয়নের কোনো উদ্যোগ আমরা দেখিনি। প্রতিটি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর আর কেউ খোঁজ নেন না।”

আরেক বাসিন্দা হাজেরা খাতুন জানান,

“গর্ভবতী নারী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসে না। আমাদের নিজেদের কাঁধে করে হাসপাতালে নিতে হয়।”

স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষ এলাকায় অনেক রাস্তা নির্মাণ করলেও চৌউরাশ-হরিনাচালা সড়কটি এখনো তাদের দৃষ্টির বাইরে রয়ে গেছে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান বলেন,

“রাস্তাটির বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ঘাটাইলের এই জনবহুল অঞ্চলের মানুষও অবশেষে উন্নয়নের সুফল পেতে পারে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়