টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত অবস্থায় একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল আলীম মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক সাহেব আলীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।







