Wednesday, November 19, 2025
spot_img
হোমঅন্যান্যটাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী—

  • টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন,
  • টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু,
  • টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির,
  • টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,
  • টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু,
  • টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,
  • এবং টাঙ্গাইল-৮ আসনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

দলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আটটি আসনেই বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন। বিশেষ করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল-এর মধ্যে। দু’জনই দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, টাঙ্গাইল-৫ আসনে টুকু ও ফরহাদের মধ্যে যে কেউ শেষ পর্যন্ত দলের মনোনয়ন পেতে পারেন।

বিএনপির এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় নির্বাচনী প্রস্তুতি আরও বেগবান হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়