ঘাটাইলডটকম নিউজ ডেস্ক
তারিখ: ৩ নভেম্বর ২০২৫, সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (সোমবার) আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেশের বিভিন্ন আসনের মোট ২৩৮ জনের নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে জনাব ওবায়দুল হক নাসির এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষণার পর ঘাটাইল এলাকায় বিএনপি ও দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা সম্ভাব্য প্রার্থী হিসেবে জনাব নাসিরের মনোনয়নকে ঘাটাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চারের সূচনা হিসেবে দেখছেন।
- ঘাটাইলডটকম পরিবারের পক্ষ থেকে জনাব ওবায়দুল হক নাসির কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও রাজনৈতিক যাত্রায় শুভকামনা জানাই।’







