Wednesday, November 19, 2025
spot_img
হোমঅন্যান্যঅ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির আলাদিনের চেরাগ হাতে নিয়া নেতা হয়...

অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির আলাদিনের চেরাগ হাতে নিয়া নেতা হয় নাই।

অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির  আলাদিনের চেরাগ হাতে নিয়া নেতা হয় নাই।উনি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে সামনে থেকে হাসিনা বিরোধী নেতৃত্ব দিয়ে ১০০ এর উপরে মামলার আসামি হওয়া সত্ত্বেও জেল জুলুম নির্যাতন সহ্য করে ঘাটাইল বিএনপিকে সুসংগঠিত করে আজকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এক নম্বর অবস্থানে আছেন। আপনারা আপনাদের নেতার পক্ষে কাজ করেন কোন অসুবিধা নাই কিন্তু কাউকে অসম্মান করে বা কারো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তাই রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করুন । ঘাটাইল বিএনপির সাংগঠনিক অভিভাবক আমাদের নেতা Obaidul Haque Nasir  সব সময় ধানের শীষের পক্ষে ভোট চান তার নিজের জন্য নয় । বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনয়ন দিবে তাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করা আমরা যারা বি এন পি করি তাদের সকলেরই নৈতিক দায়িত্ব।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়