ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির মূল অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. বাহাউদ্দীন সারোয়ার রিজভী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায়ের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করা। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







