ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটার অভিযোগ এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে ঘাটাইলে ধলাপাড়ায় অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরীন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদন্ড প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার জানান, ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেক কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক কর্তৃক এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।