প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আপনি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন না, ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করবেন না। বিএনপিসহ দেশের মানুষ আপনার পাশে রয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনি এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন, আবার ডিসেম্বর থেকে মার্চের কথা বলেছেন, একই সঙ্গে আবার আপনি ২৬ এর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন।
আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আপনার সুনাম রয়েছে কিন্তু আপনি অথবা আপনার কোনো সহকর্মীর কথায় আপনি বিতর্কিত হবেন না বলে আশা করি। তাই এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।