Wednesday, November 19, 2025
spot_img
হোমঅন্যান্যমির্জাপুরে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

মির্জাপুরে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

 

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী দুইজনই নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রহিজ সিকদার (৪৬) এবং দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে অটোরিকশার যাত্রী আব্দুল হামিদ (৬০)

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস দেওহাটা ওভারব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে যায়। এ সময় দ্রুতগতির বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোর চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, “অটোচালক উল্টো পথে ওভারব্রিজে উঠার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটি বর্তমানে পলাতক রয়েছে। সেটি আটক করার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়