টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু ঘাট দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১০জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
google news
দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্নবাসন এলাকায় এই ঘটনা ঘটে।
এতে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এনামুলসহ ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নিকরাইলের বাগানবাড়ি এলাকার ঘাট পূর্নবাসন এলাকায় সালিশি বৈঠক হয়। একপর্যায়ে বৈঠকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষ বাঁধে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। দুইপক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজন নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।
আরও পড়ুন
সাতক্ষীরায় ধানক্ষেত থেকে ঘেরকর্মচারির মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বালুর ঘাট নিয়ে সংঘর্ষ হচ্ছে এমন সংবাদ জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র পাল বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নারীসহ চারজন ভর্তি হয়েছে।