সোমবার, মার্চ 24, 2025
হোমটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মো.তারিকুল ইসলাম।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে।

এ বিষয়ে সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন ‘ওই মাংস ব্যবসায়ী একটি অসুস্থ ও মৃতপ্রায় গরু কিনে জবাই করে ৬০০ টাকা কেজি দরে মাইকিং করে মাংস বিক্রি করছেন। এমন অভিযোগ দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয়