সোমবার, মার্চ 24, 2025
হোমটাঙ্গাইল জেলাকালিহাতীধর্ষণের ফাঁসির দাবিতে এলেঙ্গায় শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষণের ফাঁসির দাবিতে এলেঙ্গায় শিক্ষার্থীদের মানববন্ধন

ঢশুভ্র মজুমদার, কালিহাতী: দেশজুড়ে বিভিন্ন স্থানে শিশুসহ নারী ধর্ষণের ঘটনার বিচার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গাতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দ্রুত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য দেন- ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম ও শান্ত প্রমুখ।

মানববন্ধনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক ছাত্র-জনতা কর্মসূচি একাত্মতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয়