সোমবার, মার্চ 24, 2025
হোমজাতীয়ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন মোহাম্মদপুর ও আদাবরের সর্বস্তরের বাসিন্দারা।একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।

বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি গৃহিণী, দিনমজুর ও নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার (৮ মার্চ) বিকাল ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ছাত্র-নাগরিক ঐক্যের ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুর রিং রোডসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মোহাম্মদপুরের বাসিন্দা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হাসান সুমন বলেন, আমরা দেখেছি কিভাবে মাগুরায় একটি আট বছর বয়সি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। সে শিশুটি এখন মৃত্যুর পথযাত্রায়। গত কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যা আমাদের সমাজকে ভয়াবহ একটি নেগেটিভ ম্যাসেজ দিচ্ছে। পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরও ভয়াবহ রূপ ধারণ করে।প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের সমাজে দিন দিন এমন ঘটনা আরও বৃদ্ধি পাবে।

আরেক বাসিন্দা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসির বলেন, আমরা প্রতিনিয়ত ধর্ষণের ঘটনার মতো এমন কিছু নির্মম ঘটনা আমাদের সামনে ভেসে আসছে, যা আমাদের সমাজকে একটি ট্রমার মধ্যদিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশে ধর্ষণের মতো ভয়াবহ এ ঘটনাটি এখন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। অথচ এ ঘটনায় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দিন দিন এমন ঘটনা বেড়েই চলছে। আমরা চাই, ধর্ষকদের গ্রেফতারের পর তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। তাহলে আমাদের সমাজে কেউ আর কোনো ধর্ষণের ঘটনা ঘটাতে সাহস পাবে না।

সুমাইয়া জাহান নামে এক গৃহিণী বলেন, আমরা চাই- সমাজে নারীরা নিরাপদে বসবাস করবে। কিন্তু এই সমাজে নারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না।প্রতিনিয়ত আমাদের আতঙ্কে দিন পার করতে হয়। শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও আমরা মনে হয় নিরাপদ নই। যেকোনো সময় আমাদের ওপর নির্মম ভয়াবহতা চলে আসতে পারে। আমরা চাই- প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, যা দেখে অন্যান্য ধর্ষক শিক্ষা নিয়ে এমন কাজ থেকে দূরে থাকবে।

বিক্ষোভ মিছিলে মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও নারীদের সঙ্গে নিপীড়ন, ধর্ষণ ও হয়রানিসহ নানা অপরাধ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয়