সোমবার, মার্চ 24, 2025
হোমটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করে আশ্রম

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করে আশ্রম

টাঙ্গাইল শহরে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ছয়তলা বাড়ি দখলের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের ছাত্র প্রতিনিধি তালা ভেঙে শহরের ছোট কালীবাড়ি রোডের বাড়িতে ‘মানসিক ভারসাম্যহীন’ ২০ ব্যক্তিকে রেখেছেন।

জানতে চাইলে সদর থানার ওসি তানভীর আহম্মেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন দল করেছেন, এখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তাঁর মনে হয় না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে সপরিবারে আত্মগোপনে জোয়াহেরুল ইসলাম। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে জোয়াহেরের বাড়িটি দখল করে আশ্রম করার ঘোষণা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সকালে মিষ্টি তালা ভেঙে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের মানসিক ভারসাম্যহীন ২০ ব্যক্তিকে নিয়ে জোয়াহেরের বাড়িতে প্রবেশ করেন। জানতে চাইলে মিষ্টি বলেন, এটি জবরদখল নয়। কারণ কোনো ব্যক্তিবিশেষের ব্যবহারে বাড়িটি নেওয়া হয়নি। ফেসবুকে আগেই আওয়ামী লীগের সব নেতার বাড়িতে পাগলদের জন্য ‘আশ্রম’ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শনিবার ছয়তলা ভবনে ২০ পাগল রাখা হয়েছে। এ কাজে তাঁকে অন্যান্য ছাত্র প্রতিনিধি সমর্থন দিয়েছেন বলে জানান।

মিষ্টি বলেন, জোয়াহেরের পক্ষ থেকে এক ব্যক্তি এসে বাড়ি না ভেঙে আশ্রম করার প্রস্তাব দেন। তাঁর প্রস্তাব অনুযায়ী পাগলদের আশ্রম করা হয়েছে। তবে এ কথা কে বলেছেন, তাঁর নাম-পরিচয় জানাননি তিনি।

তবে আবাসিক এলাকায় মানসিক ভারসাম্যহীনদের আশ্রম তৈরি করায় স্থানীয়রা অস্বস্তি প্রকাশ করেছেন। অনেকে ক্ষোভের কথা জানালেও প্রকাশ্যে প্রতিবাদের সাহস পাচ্ছেন না। এ বিষয়ে মিষ্টি বলেন, ‘আবাসিক এলাকার মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়লে বেশি মাত্রায় পাগলদের অন্য কোনো আওয়ামী লীগ নেতার বাসায় স্থানান্তর করা হবে। এখানে কম মাত্রার পাগল রাখা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের আহ্বায়ক আল আমিন জানান, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক ছাত্র প্রতিনিধি আওয়ামী লীগ নেতার বাড়িতে পাগলের আশ্রম করেছেন বলে তিনি শুনেছেন। তবে তারা এটি সমর্থন করেন না।

আল আমিন বলেন, ‘মিষ্টি বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তাই বলে তিনি বিশেষ সুবিধা নেবেন, তা কাম্য নয়। এটি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মূল চেতনার সঙ্গে যায় না। তা ছাড়া বর্তমানে কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবেন না। বাড়ি দখলের মতো অপরাধ করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয়