ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের বন্ধুরা আনন্দ ভ্রমণের আয়োজন করে। টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড কোদালিয়া রোডে অবস্থিত ইকরা ডিজিটাল হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টারের সৌজন্যে বন্ধুরা নরসিংদী ড্রীম হলিডে পার্কে ভ্রমণ করেন ২৭ ফেব্রম্নয়ারি। ওনদিন সকাল ৭টায় ইকরা ডিজিটাল হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টারের সামনে থেকে ২টি গাড়ি নরসিংদীর উদ্দেশ্য যাত্রা শুরু করে। এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন ডি এম সেলিম রানা ইসমাইল; চেয়ারম্যান ইকরা ডিজিটাল হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টার, এমডি কামরুল নাহার মাসুমা, পরিচালক মজনুর রহমান জয়, পরিচালক ইসমাইল হোসেন রকী, পরিচালক এনায়েত করিম, সিনিয়র মার্কেটিং অফিসার মো. মিরন খান, কামাল হোসেন, শামীম হোসেন, রাজিব হোসেন, আঁখি আক্তার, আরর্জিনা আক্তার, টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। টাঙ্গাইল থেকে গাড়ি ছাড়ার পর টাঙ্গাইলের জনপ্রিয় কণ্ঠশিল্পী মজনুর রহমান জয় সবাইকে গান শুনিয়ে আনন্দে মাতিয়ে রাখেন। বেলা ১১টার দিকে গাড়ি পৌঁছায় নরসিংদী ড্রীম হলিডে পার্কের সামনে। টিকেট কেটে সবাই ভেতরে প্রবেশ করে।
সারাদিন বন্ধুরা আনন্দ ভাগাভাগি করে দিনটি পার করে দেয়। দুপুরে মধ্যাহ্নভোজ সেরে যে যার মতন ঘুরাঘুরি ও বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন। এরপর একসঙ্গে ছবি তোলা ও গল্প আড্ডায় দিনটি অতিবাহিত হয়। সারাদিন আনন্দ উপভোগ করে রাত ৯টার দিকে বন্ধুরা টাঙ্গাইলে পৌঁছায়। একটি স্মৃতিময় দিন হিসেবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
সাধারণ সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম, টাঙ্গাইল।