টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার ভানিকাত্রা গ্রাম থেকে চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার রাত ৯টায় ঘাটাইল সেনানিবাসের গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— উপজেলার চান্দশী গ্রামের আ. রশিদের ছেলে রাসেল, জহুরুল ইসলাম কাজী রোডের মৃত জহুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, ভানীকাত্রা গ্রামের মৃত শ্রী ধীরেন চন্দ্র বর্মনের ছেলে শ্রী উজ্জল চন্দ্র বর্মন এবং ভানীকাত্রা গ্রামের আ. মালেকের ছেলে মো. স্বাধীন।
জানা যায়, রাসেলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, সাইফুল ইসলামের কাছ থেকে ৭৮ পিস নেশা জাতীয় ট্যাবলেট, উজ্জল চন্দ্র বর্মনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশি কাঁচা মদসহ তাদেরকে আটক করেছে যৌথবাহিনী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান,
তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।