ঘাটাইলে মনোনয়নের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ।
টাঙ্গাইলের ০৩ ঘাটাইল আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় উপজেলা বিএনপির একাংশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।
মঙ্গলবার বিকেলে উপজেলার কলেজ মোড় চত্বরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন উপস্থিত জনতা
এ সময় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা







