টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) বিকেলে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৩ আসনে ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার পূর্বে আলোচনায় নাসির বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি সংসদে বসে দেশে জন্য প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়ন করে দেশ পরিচালনা করবেন। তিনি আরো বলেন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের সার্বিক ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, পৌর সভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস সেলিম রেজা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দিক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ঘাটাইল ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি মেহেদি হাসান পারভেজ সহ পৌর বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।







