Wednesday, November 19, 2025
spot_img
হোমবিনোদনকাজলের পায়ে পাড়া দিলেন বৃদ্ধ, অতঃপর

কাজলের পায়ে পাড়া দিলেন বৃদ্ধ, অতঃপর

মুখে সর্বদা হাসি আর হাসির পেছনে কাজ করে অভিনেত্রীর সরলতা। তাই শুধু অভিনয় নয়; সেই সরলতা দিয়েও দর্শক মহলে জনপ্রিয়তা ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল।

প্রায় দুই প্রজন্মের অভিনয়ে ভক্তদের কাছে সরল মনের অধিকারী কাজল। বরাবরের মতো এবারও নিজের সরলতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর সঙ্গে সেলফি নিতে চান এক বৃদ্ধ ভক্ত। এ সময় কাজলের কাছে যেতেই অভিনেত্রীর পায়ে পাড়া দিয়ে বসেন ওই ভক্ত। এতে কাজল কিছুটা সরে দাঁড়ান।

অভিনেত্রী বুঝতে পারেন, বৃদ্ধা ইচ্ছে করে এমনটা করেননি; ভুলবশত পা লেগেছে।

এদিকে কাজলের পায়ে পা লাগাতে বৃদ্ধ অশ্বস্তিতে পড়ে গেছেন, সেটা তার হাবভাব দেখে বুঝা গেছে। তিনিও একটু সরে দাঁড়ান। অন্যদিকে বিষয়টা খুব সহজেই ম্যানেজ করেছেন কাজল।

এরপরও দমে যাননি বৃদ্ধ, আবারও ছবি তোলার চেষ্টা করেন। অভিনেত্রীও তাকে সহযোগিতা করেন। অটোগ্রাফ দিতে দিতে সহজেই বৃদ্ধার সেলফিবন্দি হলেন কাজল।

এতে নিজের সরল মানসিকতার পরিচয় দিলেন বলিউড অভিনেত্রী। কাজলের এমন ব্যবহারে ভিডিওর কমেন্টে সন্তুষ্টুটির কথা জানাচ্ছেন নেটিজেনরা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়