সোমবার, মার্চ 24, 2025
হোমটাঙ্গাইল জেলাভুয়াপুরআছিয়ার মৃত্যুতে ভূঞাপুরে বি‌ক্ষোভ ও মশাল মিছিল

আছিয়ার মৃত্যুতে ভূঞাপুরে বি‌ক্ষোভ ও মশাল মিছিল

মাগুরায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু আছিয়া মৃত্যুর খব‌রে দোষী‌দের গ্রেপ্তার ও ক‌ঠোর শা‌স্তির দাবিতে টাঙ্গাইলের ভুঞাপু‌রে বি‌ক্ষোভ ও মশাল ক‌রেছে শিক্ষার্থীরা। এরআগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপু‌রে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশু আছিয়া।

আছিয়ার মৃত্যুর খবরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মশাল মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় তারা, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই,। আছিয়ার রক্ত বৃথা যেতে দিব না। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। তুমি কে আমি কে আছিয়া, আছিয়াসহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি চায় তারা।

এ সময় শিক্ষার্থী পূজা, লাবিবা, জুলি, গৌতম, তন্ময়, ফাহাদসহ স্কুল কলেজের একাধিক শিক্ষার্থী প্রতিবাদ স্বরূপ হাত এবং মুখ বেঁধে মশাল মিছিলে অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয়