বিশ্বের বিভিন্ন দেশে আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে রমজান মাস। অনেক দেশে আবার আগামীকাল শুক্রবার থেকেই শুরু হবে মুসলিমদের জন্য পবিত্র এই মাস। রোজা রাখার যেমন নানা আয়োজন, তেমন হরেক রমকমের ইফতারির আয়োজনও থাকে। সুস্বাদু সব খাবার আর সবাই মিলে রোজার আনন্দ ভাগ করে নেওয়া। সিয়াম সাধনার মাস জুড়েই তাই মুসলিমদের মাঝে থাকে একরমক উৎসব উৎসব ভাব।