২০১০ সাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্যে একটি উল্লেখযোগ্য বছর। কারণ সে বছরেই প্রথমবারের মত এলো সৃজনশীল প্রশ্নপত্র। ২০১০ সালের আগে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট চলেছে। ১৯৯২ সালে এলো নৈর্ব্যক্তিক অভীক্ষা, ১৯৯৮ এ বদলে গেলো পাঠ্যবই, ২০০১ থেকে শুরু হলো গ্রেডিং পদ্ধতিতে মান যাচাই।