ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
১৯ সেপ্টেম্বর, ২০২৩ / ৭৬ বার পঠিত
ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে।

বর্তমানে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির গত ১৪ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনদিন পর ফের উৎপাদনে গেছে তাপবিদ্যুৎ কেন্দ্রটি।