ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

টাঙ্গাইলে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
১৬ সেপ্টেম্বর, ২০২৩ / ১৫০ বার পঠিত
টাঙ্গাইলে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

টাঙ্গাইল জমি নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে খায়রুল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুল শহরের নগরজলফৈ এলাকার জিন্নত আলীর ছেলে।

পৌর কাউন্সিল বিউটি বেগম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পৌরসভায় জমি বুঝে পাওয়ার জন্য একটি আবেদন পরে। ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার আমিসহ পৌরসভার লোকজন জমি মাপতে যাই। এসময় কিছু বুঝে উঠার আগেই মোতালেব নামের এক ব্যক্তির নেতৃত্ব পৌরসভার লোকজনদের উপর হামলা করে এবং মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এসময় হামলাকারিরা খায়রুল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তার পেট পুরোটা কেটে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।