ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
০৯ জুন, ২০২৩ / ১৯৫ বার পঠিত
ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা

ভূঞাপুরে ফাঁসিতে ঝুলে বুধবার দিবাগত রাতে এক কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের মুকুল মিয়ার ভাড়া বাসায় গাবসারা ইউনিয়নের ছয়ানীপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ১৪ বছরের ছেলে সালমান বুধবার (৭ জুন) দিবাগত রাত ৯ টা থেকে ১০ টার সময় সিলিং ফ্যানের সাথে গামছা ও রশি বেঁধে আত্মহত্যা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালমানের জন্মের ৬ মাসের মধ্যে তার মা মারা যায়। বাবা দ্বিতীয় বিয়ে করলেও বিয়ে বিচ্ছেদ করে চলে যায় তার স্ত্রী। বাসের ড্রাইভার বাবা নিয়মিত বাসায় না থাকায় সালমান মাদকাসক্ত হয়ে পড়ে। এ বিষয়ে পাশের বাসার ভাড়াটিয়া আন্তাজ আলী জানান, বুধবার সকালে তার বাবা গাড়ি নিয়ে ঢাকা চলে যায়। রাত ১০ টার দিকে সালমানের ঘরে আলো দেখে তার খোঁজ নেয়ার জন্য তাকে ডাকাডাকি করে তার সাড়াশব্দ না পেয়ে কৌশলে জানালা খুলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশী এসে পুলিশকে খবর দিলে পুলিশ দরোজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ ঘটনাটি নিশ্চিত করেন।