ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

টাঙ্গাইলে মাদক মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর ৪ বছরের কারাদন্ড


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
০৯ জুন, ২০২৩ / ১৫০ বার পঠিত
টাঙ্গাইলে মাদক মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর ৪ বছরের কারাদন্ড

টাঙ্গাইলে মাদক মামলায় স্ত্রীকে যাবজ্জীবন এবং স্বামীকে ৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হচ্ছেন, ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বকুল সিকদারের স্ত্রী লিলি বেগম। চার বছরের দন্ডপ্রাপ্ত হচ্ছেন বকুল সিকদার। বকুল সিকদার সিংগুরিয়া গ্রামের কালু সিকদারের ছেলে। রায়ে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদন্ডের কথা বলা হয়েছে।
টাঙ্গাইলের সরকারি কৌঁশুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১৫ সালের ২৮ নভেম্বর ঘাটাইল থানার পুলিশ অভিযান চালিয়ে সিংগুরিয়া গ্রামের বাড়ি থেকে লিলি বেগমকে ৩০ গ্রাম হেরোইনসহ এবং তার স্বামী বকুল সিকাদরকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। ওই দিনই ঘাটাইল থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দন্ডপ্রাপ্ত দুই জনেই রায় ঘোষনার সময় পলাতক ছিলেন