ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৩ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল ও বসতভিটায় বনায়ন বন্ধের দাবি


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
০৭ জুন, ২০২৩ / ১৪৯ বার পঠিত
ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল ও বসতভিটায় বনায়ন বন্ধের দাবি

টাঙ্গাইলের ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল ও ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের জন সাধারণের বসতভিটা আঙ্গিনায় বনায়ন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলার ১১নং ধলাপাড়া ইউনিয়নের জন সাধারণ ও ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো: আব্দুল বাছেদ সরকার, ধলাপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বাতেন সরকার প্রমুখ।
এসময় ধলাপাড়া ইউনিয়ন ও ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, সরকারের কাছে আমাদের দাবি একটাই ঘাটাইলে আটিয়া ৮২ অদ্বাদেশ বাতিল করতে হবে এবং আমাদের বসতভিটায় বনায়ন বন্ধ করতে হবে।