অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
০৪ জুন, ২০২৩ / ২৪৩ বার পঠিত
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর আরোহী নিহত ও একজন আহত হয়েছে। রোববার ৪ জুন সকাল এগারটার দিকে গারোবাজার-কাকরাইদ সড়কের মহিষমারা ইউনিয়নের হাজী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির হোসেন (১৮), একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব (১৬)।
আহত আনিছুর রহমানের ছেলে সাদিক (১৮)। তাকে দ্রুত উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার তিন কিশোর সকালে বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে মধুপুরের রাবার বাগানে বেড়াতে বের হয়। রাবার বাগান দেখে ফেরার পথে মহিষমারা ইউনিয়নের হাজীবাড়ি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়। আহত হয় অপর আরোহী।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত একজনকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন