ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

‘তোর বুকের পাটা কত বড় দেইখা দিতাম’, চাঁদের উদ্দেশে ডা. মুরাদ


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
২৩ মে, ২০২৩ / ৮৯ বার পঠিত
‘তোর বুকের পাটা কত বড় দেইখা দিতাম’, চাঁদের উদ্দেশে ডা. মুরাদ

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে উদ্দেশ্য করে ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘তোর বুকের পাটা কত বড় তোর কত হিম্মত, তোর বুকে কত রক্ত দেইখা দিতাম। তোর কপাল ভালোরে...। তোর বাবার নাম কী তাও জানি না, তোর মার নাম কি তাও জানি না। তোর দল বিএনপির জন্মই আজন্মের পাপ।’ 

সোমবার বিকেলে জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। ডা. মুরাদ আরও বলেন, ‘চাঁদ তোর কপাল ভালো রে, বক্তব্যটা তুই রাজশাহীতে দিছস, আসতি আমাদের ময়মনসিংহে, আসতি আমাদের জামালপুরে, আসতি আমার সরিষাবাড়িতে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বেগম জহুরা লতিফ, অ্যাডভোকেট জহুরুল ইসলাম প্রমুখ। এর আগে, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। চাঁদের এই হুমকির প্রতিবাদে সারা দেশে সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।