ghatail.com
ঢাকা বুধবার, ১৮ আশ্বিন, ১৪৩০ / ০৪ অক্টোবর, ২০২৩
ghatail.com
yummys

রুশ হুঁশিয়ারি: ‌‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ফল ভালো হবে না’


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
২৩ মে, ২০২৩ / ১৬৩ বার পঠিত
রুশ হুঁশিয়ারি: ‌‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ফল ভালো হবে না’

যদি ইউক্রেনকে আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করা হয় তবে তার ফল ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গুরুশকো।

তিনি বলেছেন, ‘আমরা দেখছি এখনো অনেক পশ্চিমা দেশ উত্তেজনা উস্কে দেয়ার পায়তারা করছে।’ ‘তাদের (পশ্চিমা) এমন যুক্ত হওয়া নিজেদেরেই ঝুঁকিতে ফেলছে। যদি কোনো কারণে আমরা দেখি তারা আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিতে চায়, তবে আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সব ধরনের ব্যবস্থা নেব।’

এর আগে জি সেভেন সম্মেলন সামনে রেখে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 

দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ যুদ্ধবিমান। যদিও যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ক্ষেত্রে এই বিমান ব্যবহার করতে পারবে না ইউক্রেন। তারা কেবল নিজেদের ভূখণ্ড সুরক্ষার দেশের অভ্যন্তরে রুশ আগ্রাসন ঠেকাতে এই অত্যাধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করতে পারবে।

তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করবে না। মার্কিন মিত্ররা চাইলে ইউক্রেনকে এফ-১৬ দিতে পারবে সেই শর্তেই সম্মত হয়েছে জো বাইডেনের প্রশাসন।