ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

ভূঞাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
২৬ মার্চ, ২০২৩ / ১০৮ বার পঠিত
ভূঞাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে সার, আউশ ধানের বীজ ও পাট বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবীর, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।