ghatail.com
ঢাকা শনিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ / ১০ জুন, ২০২৩
ghatail.com
yummys

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ।


ghatail.com
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইলডটকম
২১ মার্চ, ২০২৩ / ২১১ বার পঠিত
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ।

 বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর বিভাগীয় প্রর্যায়ের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয় আর্মি স্টেডিয়াম, ঢাকায়। এ বিভাগীয় পর্যায়ে খেলায় ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-২ গোলের ব্যাবধানে পরাজীত হয়ে রানার আপ হয়।

এসময় খেলা দেখতে সশরিরে উপস্থিত ছিলেন ঘাটাইলের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব আতাউর রহমান খান এমপি মহদোয়

এ সময় তিনি ক্ষুদে খেলোয়ারদের ভুয়েসী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের উন্নত প্রশিক্ষনের প্রতিস্রুতি দেন এবং এই খেলোয়ারদের জাতীয় পর্যায়ের খেলোয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংস্লিষ্টদের নির্দেশনা দেন।