ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৪ চৈত্র, ১৪২৯ / ২৮ মার্চ, ২০২৩
ghatail.com
yummys

সাগরদিঘী ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ


ghatail.com
খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইলডটকম
১৬ মার্চ, ২০২৩ / ৯৩ বার পঠিত
সাগরদিঘী ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ

সাগরদিঘী ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শান্তিপূর্ণভাবে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।


এই ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হেকমত শিকদার সহ মোট চার জন চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন। বাকি প্রার্থীরা হচ্ছেন জনাম হাবিবুল্লাহ বাহার, শাহাদত সিকদার এবং শহিদুল ইসলাম শহিদ।