ghatail.com
ঢাকা মঙ্গলবার, ১৪ চৈত্র, ১৪২৯ / ২৮ মার্চ, ২০২৩
ghatail.com
yummys

টাঙ্গাইলে শিক্ষা মেলা ও শিক্ষা উপকরণ প্রদর্শনী


ghatail.com
অনলাইন ডেস্ক, ঘাটাইলডটকম
১৪ মার্চ, ২০২৩ / ৬৪ বার পঠিত
টাঙ্গাইলে শিক্ষা মেলা ও শিক্ষা উপকরণ প্রদর্শনী

টাঙ্গাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ও শিক্ষা উপকরণ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় ১২টি উপজেলার ১২টি স্টল অংশ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।